logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৩৩
এবি-ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতে তিনজনের বিরুদ্ধে (দুদক)’র মামলা
অনলাইন ডেস্ক

এবি-ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতে তিনজনের বিরুদ্ধে (দুদক)’র মামলা

এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার চট্টগ্রামের হালিশহর থানায় দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

আসামিরা হলেন- মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন এবং এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাজির উদ্দিন ও প্রাক্তন সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আজাদ হোসেন।

মামলা এজাহারে বলা হয়, মেসার্স ইয়াসির ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন এবি ব্যাংকের এলসির মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে দেশের বাজারে বিক্রি করেন। কিন্তু এ ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করেন। এ কাজে ব্যাংকটির ওই দুই কর্মকর্তার সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায়।

এজাহারে বলা হয়, চট্টগ্রামের হালিশহরে এবি ব্যাংকের পোর্ট কানেক্টিভিটি রোড শাখা থেকে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ঋণসুবিধা গ্রহণ করেন মো. মোজাহের হোসেন। পরবর্তীতে ২০১৩ সালে এবি ব্যাংকের ওই দুই কর্মকর্তার সুপারিশে ব্যাংকটির এই শাখা থেকে এলসি ঋণের মাধ্যমে বিদেশ থেকে প্রায় ৯৯ কোটি টাকার গম, চাল, ডাল, সার, বীজ, রাসায়নিক পণ্য আমদানি করে দেশের বাজারে বিক্রি করা হয়।

কিন্তু গ্রাহক মোজাহের ওই ঋণের সুদসহ ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা ব্যাংকের দুই কর্মকর্তার যোগসাজশে আত্মসাৎ করেন বলে এজাহারে বলা হয়েছে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com