রাজধানীর উত্তরায় নিহত এক শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। থানায় হত্যা মামলা না নেয়ার অভিযোগে আজ উত্তরার আজমপুর মুন্সিমার্কেটের মুক্তিযোদ্ধা রোডে এ বিক্ষোভ করে।
দক্ষিণখান থানার এসআই সুজন জানান, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না তারা। পরে তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরে একটি নর্দমায় রিফাতের লাশ পাওয়া যায়।
ওসির সঙ্গে অপরাধীর যোগসাজশ রয়েছে এই সন্দেহে এলাকাবাসীকে নিয়ে রিফাতের বাবা উত্তরা মহাসড়ক অবরোধ করেন। পরে ওসি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে তার মামলা গ্রহণ করেন। মামলা গ্রহণের পর অপরাধীর শাস্তির দাবিতে এলাকাবাসী মানবন্ধন করেন বলে এসআই জানান।