logo
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:১১
ইমরান মোদিকে আলোচনায় বসার আহ্বান মালালার
অনলাইন ডেস্ক

ইমরান মোদিকে আলোচনায় বসার আহ্বান মালালার

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে প্রতিবেশী দুদেশের নেতাদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই।  গতকাল বুধবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘সে নো টু ওয়্যার’ হ্যাশট্যাগ ব্যবহার করে এক পোস্ট করেন শান্তিতে নোবেল বিজয়ী এই কিশোরী।

টুইটে পাকিস্তানি কিশোরী মালালা লিখেছেন, ‘আমি এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সত্যিকার নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। আপনারা বসুন, হাত মেলান এবং সংলাপের মাধ্যমে বর্তমান সংঘাত ও দীর্ঘদিনের কাশ্মীর সংকটের সমাধান করুন।’

মালালা আরও লিখেছেন, ‘যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত সবাই একমত যে, প্রতিশোধ কখনই সঠিক পথ নয়-একবার শুরু হলে তা শেষ হতে চায় না। চলমান যুদ্ধগুলোর কারণে আজকে লাখ লাখ মানুষ ভুগছে-আমাদের আরেকটি যুদ্ধের দরকার নেই। এখন দুর্দশাগ্রস্ত মানুষগুলোকেও সামলাতে পারে না আমাদের বিশ্ব।’

তিনি লিখেছেন, ‘দুই দেশের নাগরিকরাই জানেন যে, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, অশিক্ষা ও স্বাস্থ্য সেবা সংকটই আসল শত্রু-তারা একে অপরের শত্রু  নয়।’

পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে তিনি শঙ্কিত এবং সীমান্তের উভয় পারের বাসিন্দাদের নিয়েই তার উদ্বেগ রয়েছে বলে লিখেছেন মালালা।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে আত্মঘাতী হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদ। এ ঘটনায় বাহিনীর অন্তত ৪৪ জওয়ান নিহত হন।  ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।  উঠেছিল পাকিস্তানকে জবাব দেওয়ার দাবিও।

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৩টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিতে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।  হামলায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি।

 
 
 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com