নতুন দুই স্মার্টওয়াচ আনছে স্যামসাং। এবছরই এগুলো বাজারে পাওয়া যাবে। ভিন্ন ডিজাইন ও ফিচারের এই গ্যালাক্সি ওয়াচ দুইটি ভিন্ন ভিন্ন আকারে পাওয়া যাবে। আকারে পার্থক্য থাকলেও ডিভাইস দু’টিতে খুব বেশি ভিন্নতা থাকবে না বলেই জানাচ্ছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
স্মার্টওয়াচ দু’টির মধ্যে বড় গ্যালাক্সি ওয়াচটি হতে পারে স্পোর্টস আপডেট। আর ছোট আকারের ডিভাইসটি হবে পুরোনগুলোর মতোও। তবে নকশা, যার ব্যান্ডগুলো পরিবর্তন করা যাবে বলে জানা গিয়েছে।
দুটি মডেলের নাম একই হবে। ওয়াইফাই ২.৪ গিগাহার্টজ বি/জি/এন-এর সঙ্গে অনেকগুলো এলটিই ব্যান্ড সমর্থন করবে নতুন গ্যালাক্সি ওয়াচ। চলতি সপ্তাহের শুরুতে নতুন গ্যালাক্সি ওয়াচের অনুমোদন দিয়েছে এফসিসি।
তবে, নতুন ডিভাইসটির কোনও ছবি প্রকাশ করা হয়নি। এমনকি কবে এগুলো প্রকাশ্যে আসতে পারে সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আগামীমাসে ডিভাইস দুইটি বাজারে আসতে পারে।