logo
আপডেট : ১ মার্চ, ২০১৯ ১১:২৬
‌‌‌‘ভোটার হব ভোট দেব’ স্লোগানে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস
অনলাইন ডেস্ক

‌‌‌‘ভোটার হব ভোট দেব’ স্লোগানে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস

‘ভোটার হব ভোট দেব’- এই প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হয়েছে ভোটার দিবস উদযাপন। এ উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

বিকেল চারটায় নির্বাচন কমিশন (ইসি- ইলেকশন কমিশন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান নির্বাচন কমিশনার খান মুহাম্মদ নূরুল হুদার এতে সভাপতিত্ব করার কথা রয়েছে। অনুষ্ঠানে চারজনকে ভোটার আইডি কার্ড প্রদান করা হবে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এখন থেকে ভোটার দিবসের দিন থেকেই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। তবে এবার মার্চজুড়ে উপজেলা পরিষদ নির্বাচন থাকায় পহেলা এপ্রিল থেকে হালনাগাদের কাজ শুরু হবে। তিনি আরও জানান, এবারও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। একইসঙ্গে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের তথ্য আগেভাগেই সংগ্রহ করা হবে। এতে ইসির কাজ অনেক সহজ হয়ে যাবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com