logo
আপডেট : ২৩ জুলাই, ২০১৮ ১৩:০৮
শাহজালালে ৫২ লাখ টাকার বিদেশি সিগারেট আটক
নিজস্ব প্রতিবেদক

শাহজালালে ৫২ লাখ টাকার বিদেশি সিগারেট আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ড শাখায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ
১লাখ ৭৪ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। এসব সিগারেট ৮৭০ কার্টনে ছিল। শুল্ককরসহ এর মূল্য ৫২ লাখ ২০ হাজার টাকা।

সোমবার সকালে সিগারেটগুলো আটক করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, শনিবার দুবাই থেকে ছেড়ে আসা জেদ্দা হয়ে এসভি ৮০২ নম্বর ফ্লাইট ঢাকায় পৌছায়। ওই ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমান সিগারেট এসেছে এবং তা বিমান বন্দরের মধ্যে লুকায়িত অবস্থায় আছে বলে গোপন সংবাদে জানা যায়। ওই সংবাদের ভিত্তিতে লস্ট এন্ড ফাউন্ড শাখায় তল্লাশী চালিয়ে ৪টি কার্টনে সন্দেহ পোষন করে তা জব্দ করে। পরে কার্টুনগুলো ব্যাগেজ বেল্টে এনে সকল সংস্থার উপস্থিতে কার্টুনগুলি খুলে তার মধ্যে মোট ৮৭০ কার্টনে ১ লাখ ৭৪ হাজার শলাকা ৩০৩ ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় এবং শুল্ক গোয়েন্দা তা মালিকবিহীনভাবে আটক করে।

তিনি আরো জানান, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com