logo
আপডেট : ১ মার্চ, ২০১৯ ১২:১০
রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী আতিকুল
অনলাইন ডেস্ক

রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। ১ হাজার ২৯৫টি কেন্দ্রের সবগুলোতেই জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে ৭ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। ঢাকা উত্তরে মোট কেন্দ্র ১ হাজার ২৯৫টি। এসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন মোট ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।

অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) শাহিন খান পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com