logo
আপডেট : ১ মার্চ, ২০১৯ ১৬:৫৩
বাংলাদেশে আইসিটির উন্নয়নে জোয়ার এসেছে : পলক
অনলাইন ডেস্ক

বাংলাদেশে আইসিটির উন্নয়নে জোয়ার এসেছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি খাতে বাংলাদেশে উন্নয়নের জোয়ার এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত আইসিটি খাত।

বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) এক বৈঠকে তিনি এ কথা বলেন।

কংগ্রেসে অংশগ্রহণকারী আইসিটি ও টেলিকম খাতের বিশ্বব্যাপী চায়নাভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই'র চিপ এক্সিকিউটিভ অফিসার জু জিয়া ইয়াং এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জং হুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।

এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন পলক।

প্রতিমন্ত্রীবলেন, আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি বাংলাদেশকে নতুন পরিচিতি দিচ্ছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারাও বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের অব্যাহত উন্নয়নের প্রশংসা করেন। তারা বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও কার্যকরী অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com