logo
আপডেট : ২ মার্চ, ২০১৯ ১২:৪৬
সাত-সকালে প্রাণ গেল দুই শ্রমিকের
অনলাইন ডেস্ক

সাত-সকালে প্রাণ গেল দুই শ্রমিকের

ছবি: প্রতীকী

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ও যাত্রাবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গাবতলী বাস টার্মিনালের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ির নিচে চাপা পড়েন বিল্লাল (৩৪) নামে বসুমতি পরিবহনের এক লাইনম্যান।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে যাত্রাবাড়ীতে চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com