logo
আপডেট : ২ মার্চ, ২০১৯ ১২:৫৮
উপজেলা নির্বাচন ইস্যুতে বিএনপির আরও এক নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক

উপজেলা নির্বাচন ইস্যুতে বিএনপির আরও এক নেতা বহিষ্কার

উপজেলা নির্বাচন ইস্যুতে আরও একজনকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ফরিদপুর জেলাধীন মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মনসুর নান্নুকে বহিষ্কার করা হয়।

শুক্রবার রাতে দলটির দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মনসুর নান্নুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে একই ইস্যুতে ১৯ জনকে বহিষ্কার করে দলটি। উপজেলা নির্বাচন ইস্যুতে এ পর্যন্ত ২০ জনকে বহিষ্কার করল বিএনপি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com