logo
আপডেট : ২ মার্চ, ২০১৯ ১৮:৩৪
সোমালিয়ায় মার্কিন হামলা ।। ২৬ আল-সাবাব যোদ্ধা নিহত
অনলাইন ডেস্ক

সোমালিয়ায় মার্কিন হামলা ।। ২৬ আল-সাবাব যোদ্ধা  নিহত

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় দেশটির উগ্রপন্থী সংগঠন আল-সাবাবের অন্তত ২৬ যোদ্ধা নিহত হয়েছে।

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হিরানে শুক্রবার মার্কিন বাহিনী ওই হামলা চালায়। খবর আনাদোলুর।

এ নিয়ে চলতি বছরে মার্কিন বাহিনী ২৪ বার বিমান হামলা চালালো। গত সপ্তাহে আরও দুইবার বিমান চালায় মার্কিন বাহিনী। এতে প্রান হারিয়েছিল আল-সাবাবের কমপক্ষে ৪৫ যোদ্ধা।

মার্কিন বাহিনীর আফ্রিকা কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আল-সাবাবের মূলোৎপাটনে সোমালিয়া সরকারকে সহায়তা করতে এ বিমান হামলা চালানো হচ্ছে।

২০১৮ সালে সোমালিয়ায় আল-সাবাবের অবস্থান লক্ষ্য করে ৩৩বার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com