logo
আপডেট : ২ মার্চ, ২০১৯ ১৮:৩৯
কোন চাপে পড়ে ভারতীয় পাইলটকে ছেড়ে দেয়া হয়নি ।। পাকিস্তান
অনলাইন ডেস্ক

কোন চাপে পড়ে ভারতীয় পাইলটকে ছেড়ে দেয়া হয়নি ।। পাকিস্তান

আন্তর্জাতিক কোন মহলের চাপ নয় বরং শান্তির বার্তা দিতেই ছেড়ে দেয়া হয়েছে ভারতীয় পাইলট অভিনন্দনকে। শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

কুরেশি বলেন, অভিনন্দনকে আমরা কোন চাপের মুখে ছেড়ে দেইনি। আমরা ভারতের দুঃখ বাড়াতে চাইনি আমরা চাইনি ভারতের কোন নাগরিকের শোচনীয় অবস্থা করতে। আমরা শান্তি চাই।

এছাড়া তিনি আরো বলেন, ভারত যদি পুলওয়ামা হামলায় জইশ-ই-মুহাম্মদের জড়িত থাকার প্রমাণ আমাদের দেয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব।

এসময় তিনি আরো বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোন ব্যবস্থা নিতে প্রস্তুত।

এছাড়া পাকিস্তানের এ মন্ত্রী এসময় জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে গত ১৪ ফেব্রুয়ারি এক জঙ্গি হামলায় অন্তত ৪২ জন ভারতীয় জওয়ান নিহত হয়। এই হামলার দায় স্বীকার করে জইশ-ই-মোহাম্মদ।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com