logo
আপডেট : ২ মার্চ, ২০১৯ ১৯:৩৩
শহীদনগরে আট প্লাস্টিক কারখানা বন্ধ
অনলাইন ডেস্ক

শহীদনগরে আট প্লাস্টিক কারখানা বন্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদনগরে শনিবার দুপুরে অভিযান চালিয়ে আটটি প্লাস্টিক কারখানা বন্ধ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত টাস্কফোর্স। বিচ্ছিন্ন করা হয়েছে কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ।

শহীদনগরে উজালা প্লাস্টিক কারখানা, দাদা প্লাস্টিক, উদয়ন সুতার কারখানা, ছবির প্লাস্টিক কারখানা, আনিছুর রহমান প্লাস্টিক কারখানা, মজিবুর রহমান পলিথিন কারখানা, রূপালী প্লাস্টিক কারখানা ও রাজু প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দেয়।

অভিযান শেষে টাস্কফোর্সের সদস্য ও ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা শিরিন বলেন, ‘পুরান ঢাকার বিভিন্ন কেমিক্যাল গোডাউন ও কারখানা অপসারণে গত ২৮ ফেব্রুয়ারি অভিযান শুরু হয়। শনিবার দ্বিতীয় দিনের মতো আমরা অভিযান পরিচালনা করেছি। এ পর্যন্ত এই এলাকায় আটটি কারখানার সন্ধান পেয়েছি, যেখানে প্লাস্টিক জতীয় অতি দাহ্য পদার্থ ছিল। সেই কারখানাগুলোর সকল ইউটিলিটি সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এরপরও যদি কোনো ব্যাবসায়ী তাদের কারখানা সরিয়ে না নেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে এলাকাবাসীর সহায়তা ছিল এবং আমাদের সঙ্গে ১৪টি সংস্থার কর্মকর্তারা আছেন।’

সহকারী বিস্ফোরক পরিদর্শক মাহমুদ আশিক কবির বলেন, ‘এখানে প্লাস্টিক জাতীয় পদার্থ পেয়েছি। প্লাস্টিক জাতীয় পদার্থে আগুন লাগলে হাইড্রোজেন গ্যাস বের হয়ে দ্রুত আগুন ছড়ায়। আবাসিক এলাকাতে এ ধরনের কারখানা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এ কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’
 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com