logo
আপডেট : ২ মার্চ, ২০১৯ ২০:২৯
বারডেম হাসপাতালের ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
অনলাইন ডেস্ক

বারডেম হাসপাতালের ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে এক রোগী আত্মহত্যা করেছে। নিহতের নাম সোহরাব হোসেন (২১)। আজ শনিবার বিকেল ৪টার দিকে ১২ তলা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা ৪টার দিকে ভবনের উপর থেকে এক জনকে নিচে পড়ে যেতে দেখেন। এরপর উপস্থিত ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে রমনা থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।

খোঁজ নিয়ে জানা গেছে, সোহরাবের বাড়ি নরসিংদীতে। তার বাবার নাম মতিউর রহমান।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, সোহরাবের শারীরিকভাবে অসুস্থ ছিল। তাকে গত ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করে পরিবার। গত ২৮ ফেব্রুয়ারি তার একটি অস্ত্রোপচার হয়েছে। এমন অবস্থাতেই পরিবার থেকে তাকে বিয়ে জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তিনি এমনটা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com