logo
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১৭:০৫
ভারতে আধা-সামরিক বাহিনীর সরকার বিরোধী বিক্ষোভ
অনলাইন ডেস্ক

ভারতে আধা-সামরিক বাহিনীর সরকার বিরোধী বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রের যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দেশটির আধা-সামরিক বাহিনীর সদস্যরা। রোববার দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে এই কর্মসূচি পালন করছেন তারা।

ভারতীয় এই বাহিনীর অভিযোগ, আধা-সামরিক বাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর দরিদ্র ভাইয়ের মতো দেখা হয়। একজন বিক্ষোভকারী বলেন, আধা-সামরিক বাহিনীর সঙ্গে দিওয়ালী উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তিনি আমাদের জন্য কী করেছেন?

‘আমরা ২০০৪ সাল থেকে পেনশন পাই না। আমাদের জন্য এক পদ, এক পেনশনও (ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন) চালু করা হয়নি। এমনকি আমাদের আধা-সামরিক বাহিনীর নিহতদের শহীদের মর্যাদা দেয়া হয় না।’

বিক্ষোভকারীরা বলছেন, ‘যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা-সামরিক বাহিনীর দাবি-দাওয়া মেনে না নেন, তাহলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা শক্তিশালী বার্তা দেবেন।’

অপর এক বিক্ষোভকারী বলেন, আমাদের সঙ্গে সবসময় সৎ সন্তানের মতো আচরণ করা হয়। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার তাদের জন্য কী করেছেন, সেবিষয়েও জানতে চান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com