logo
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১১:৪৮
ওবায়দুল কাদেরকে দেখে গেলেন ফখরুলরা
অনলাইন ডেস্ক

ওবায়দুল কাদেরকে দেখে গেলেন ফখরুলরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা।

রোববার রাত ৯টা ৫০ মিনিটে বিএসএমএমইউতে পৌঁছান। হাসপাতাল ত্যাগ করেন রাত ১০টা ১২ মিনিটে।

মির্জা ফখরুল ছাড়াও ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা।

মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদলটি হাসপাতালে পৌঁছালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও সহ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া তাদেরকে দু’তলায় নিয়ে যান।

এসময় বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ খবর নেন। এবং নেতারা তার সুস্থতা কামনা করেন।

তবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখে হাসপাতাল ত্যাগ করার সময় বিএনপির প্রতিনিধিদলটি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেনি।

উল্লেখ্য, রোববার সকাল পৌনে ৮টার দিকে ওবায়দুল কাদের প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয় বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। পরে এনজিওগ্রাম করে দেখা যায়, তার হার্টে তিনটি ব্লক। একটিতে স্টেন্টিং করে দেয়া হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com