logo
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১২:৩১
আলাবামায় টর্নেডোর আঘাতে নিহত ১৪
অনলাইন ডেস্ক

আলাবামায় টর্নেডোর আঘাতে নিহত ১৪

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের লি কাউন্টিতে টর্নেডোর আঘাতে শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই আলাবামা ও জর্জিয়ার বিভিন্ন অংশে টনের্ডোর আঘাতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

আলাবামার শেরিফ জেই জোন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমকে জানান, আমরা এখনও ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধার করছি। লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর।

আলাবামার গভর্নর কেই আইভেই এক টুইটবার্তায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আবহাওয়া আরও খারাপ হতে পারে। আজ লি কাউন্টিতে ঝড়ের আঘাতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রথমবার টর্নেডো আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল। শেরিফ জোন্স এ টর্নেডোকে ‘সর্বনাশা’ বলে উল্লেখ করেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com