logo
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১৪:৪৬
কানাডার বিরুদ্ধে মেং ওয়ানঝুয়ের মামলা
অনলাইন ডেস্ক

কানাডার বিরুদ্ধে মেং ওয়ানঝুয়ের মামলা

যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছর ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করায় কানাডার বিরুদ্ধে মামলা করেছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝু।

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ ও প্রতারণা করেছেনে এমন সন্দেহে ডিসেম্বরে মেংকে গ্রেফতার করা হয়েছিল। চীনা এই নাগরিককে নিজেদের হেফাজতে আনার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।

কানাডা মেংকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে, গণমাধ্যমের এমন খবরের মধ্যেই এখন মেং কানাডার সরকার, সীমান্ত সংস্থা ও পুলিশের বিরুদ্ধে তার নাগরিক অধিকার ‘গুরুতর লংঘনের’ অভিযোগ এনে মামলা করেছেন বলে খবর বিবিসির।

শুক্রবার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করেন মেং। এতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি), কানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) এবং কানাডার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার নাগরিক অধিকার লংঘনের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে মেং বলেছেন, ভ্যাঙ্কুভার বিমানবন্দরে সিবিএসএর কর্মকর্তারা মিথ্যা অভিযোগে তাকে আটক, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করার পর আরসিএমপি তাকে গ্রেফতার করে।

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ দুই ডজনের মতো অভিযোগ এনেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ও এর প্রতিষ্ঠাতার কন্যা মেং শুরু থেকেই এই অভিযোগগুলো অস্বীকার করে আসছে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com