logo
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১৬:৫৬
রাজধানীতে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৫
অনলাইন ডেস্ক

রাজধানীতে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৫

রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় আটক করা হয়েছে রোহিঙ্গাসহ ৫ জনকে। আটককৃতরা হলো- আমিনুল ইসলাম, তাসনুভা, আলিম, করমআলী ও মজিবুর। এদের মধ্যে করমআলী মায়ানমারের নাগরিক। তাদের কাছ তেকে ইয়াবা ছাড়াও মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে ডিএনসির রমনা সার্কেল।

সার্কেল পরিদর্শক একেএম কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ আমিনুলকে আটক করা হয়। জব্দ করা হয় তার মোটসাইকেল। তার দেয়া তথ্যে নারী মাদক ব্যবসায়ী তাসনুভার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সাড়ে ৩হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় রোহিঙ্গা করমআলী, তাসনুভা ও আলিম নামের একজনকে। পরে আলিমের দেয়া তথ্যে তার মাইক্রোবাস থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাইক্রোবাসটি। আলিমের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আরেক অভিযানে আটক করা মজিবর নামের একজনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরো ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট।

কামরুল জানান, আটককৃতরা জানিয়েছে, আটক করমআলী টেকনাফ থেকে ইয়াবা এনে তাসনুভাকে দেয়। তাসনুভা দেয় ইয়াবার ডিলার আলিমকে। আলিমের কাছ থেকে আমিনুল ও মজিবুর সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদক আইনে মামলা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com