আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১৯:১৯
ঢাকা মেডিকেল এলাকার ফার্মেসিতে র্যাবের অভিযান
অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশের ফার্মেসিগুলোতে অভিযান চালায় র্যাব। অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
সোমবার (৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে শুরু হয় এ অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গতকাল রোববার রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের ক্যান্টিনে পোড়া তেলে খাবার রান্না করায় এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।