logo
আপডেট : ৫ মার্চ, ২০১৯ ১১:৫৬
আজ ভারী বৃষ্টির আশঙ্কা
অনলাইন ডেস্ক

আজ ভারী বৃষ্টির আশঙ্কা

রাজধানী ঢাকাতে গতকাল সোমবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। আজ মঙ্গলবার সকালেও বৃষ্টি ছিল। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় ৬ মার্চ পর্যন্ত বৃষ্টি হবে। তবে এর মাত্রা মঙ্গলবার বাড়তে পারে। আজ সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে হতে পারে কালবৈশাখী ঝড়।

গতকালও দেশের দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। গত সপ্তাহখানেক ধরে মেঘের কোলে রোদ হাসলেও তা রীতিমতো লুকোচুরি খেলেছে। কয়েকদিন ধরে আবহাওয়ার যে মতিগতি, তাতে মার্চে বৃষ্টি বেশি হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।


 
 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com