logo
আপডেট : ৫ মার্চ, ২০১৯ ১৭:০৯
বর্ষণ বন্যা তুষারপাতে পাকিস্তান আফগানিস্তানে নিহত ৪৫
অনলাইন ডেস্ক

বর্ষণ বন্যা তুষারপাতে পাকিস্তান আফগানিস্তানে নিহত ৪৫

পাকিস্তান এবং আফগানিস্তানে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং তুষারপাতে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। গত তিনদিনে প্রতিবেশি দুই দেশের বিভিন্ন অঞ্চলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ইমরান জারকন বলেছেন, পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি অধ্যুষিত এলাকায় কমপক্ষে ৯ জন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তিনজন এবং বেলুচিস্তানে ১৩ জন নিহত হন।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অন্তত ৯টি জেলা।

বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জহুর আহমেদ বুলেদি বলেছেন, প্রদেশের বিভিন্ন অংশে গত ২ মার্চ ভারী বর্ষণ ও তুষারপাত শুরু হয়। এতে ১৩ জন নিহত ও আরো অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে বন্যা, বর্ষণ ও তুষারপাতে আফগানিস্তানে মারা গেছে কমপক্ষে ২০ জন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতর (ওসিএইচএ) বলছে, বন্যায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশে কমপক্ষে ১৩ জন নিহত ও আরো এক হাজারের বেশি স্কুল, মসজিদ, ঘরবাড়ি ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কান্দাহারের ডেপুটি গভর্নর আব্দুল হানান মোনিব বলেন, গত সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এ অঞ্চলের অনেক ঘর-বাড়ি ও গবাদিপশু ভেসে গেছে। ভারী বর্ষণের কারণে হেলমান্দ নদীর পানি তীর উপচে লাশকারগা, নওয়া-ই-বারাকজাইয়ি ও নাদ-ই-আলী জেলায় ঢুকে পড়েছে।

এতে কমপক্ষে সাড়ে তিনশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। এছাড়া বন্যা আক্রান্ত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। গত ২ ফেব্রুয়ারি আফগানিস্তানে বন্যায় প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com