logo
আপডেট : ৭ মার্চ, ২০১৯ ১২:০৬
ছাত্রলীগ নেতাকে আটকে রেখে প্রত্যাহার পত্রে সইয়ের অভিযোগ
প্রথম বাংলাদেশ ডেস্ক

ছাত্রলীগ নেতাকে আটকে রেখে প্রত্যাহার পত্রে সইয়ের অভিযোগ

পটিয়া উপজেলার পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মুহাম্মদ সাজ্জাত হোসেনকে দলীয় কার্যালয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পাওয়া গেছে।

৬ মার্চ রাতে নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই সাবেক ছাত্রলীগ নেতা। প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফরোজা বেগম জলির কাছ থেকে জোরপূর্বক সই নেয়ার অভিযোগ উঠে।

চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সাজ্জাত হোসেন জানান, গতকাল রাত ৮টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঙ্গে কথা বলার জন্য আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে যান। সেখানে মফিজুর রহমান তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।

দু’জনের মধ্যে কথাবার্তা শেষ হলে মফিজুর রহমান বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে ১০-১২ জন যুবক দলীয় কার্যালয়ে প্রবেশ করে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করেন।

এ বিষয়ে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল উদ্দীন বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাত হোসেন আমাকে জানিয়েছে। তবে নির্বাচন থেকে প্রত্যাহারের ক্ষেত্রে প্রার্থীকে স্বশরীরে হাজির হয়ে প্রত্যাহার পত্রে স্বাক্ষর দিতে হয়। অন্য কেউ আসলে তা গ্রহণ করার সুযোগ নেই।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com