চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন কর্মসূচি ঠিক করতে বিকেলে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা।
আজ সোমবার বিকেল ৪টায় গণফোরাম সভাপতি ও জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক শুরু হবে। বৈঠকে ড. কামালের সভাপতিত্ব করার কথা রয়েছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহসহ জোটটির স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ঐক্যফ্রন্ট সূত্র জানায়, বৈঠকটি ‘হাই-প্রোফাইল’ নেতাদের। এ বৈঠকে আগামীর আন্দোলন কর্মসূচি, ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়াসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।