logo
আপডেট : ১৬ মার্চ, ২০১৯ ১১:২৬
স্টিল মিলের গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক
প্রথম বাংলাদেশ ডেস্ক

স্টিল মিলের গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক। শনিবার (১৬ মার্চ) সকালে শীতলপুর স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মাইনুদ্দিন (২৫), শাহ আলম (৫৫), আমজাদ হোসেন (৪০), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২) এবং মো. মিশু (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লোহা গলানোর সময় গলিত সীসায় ৬ শ্রমিকের শরীর ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com