logo
আপডেট : ১৯ মার্চ, ২০১৯ ১৯:০০
উপজেলা নির্বাচন : ১২০ উপজেলায় সাধারণ ছুটি ২৪ মার্চ
প্রথম বাংলাদেশ ডেস্ক

উপজেলা নির্বাচন : ১২০ উপজেলায় সাধারণ ছুটি ২৪ মার্চ

তৃতীয় পর্যায়ের উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আগামী ২৪ মার্চ (রোববার) দেশের ২৫ জেলার ১২০ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে (তৃতীয় পর্যায়) ভোটগ্রহণের দিন ১২০ উপজেলায় সব সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরতদের এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেয়া ও গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের দিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এবার ৪৮১টি উপজেলায় মোট পাঁচ ধাপে নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে গত ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ভোটগ্রহণ হয়। তৃতীয় ধাপে ২৪ মার্চ এবং চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করা হবে। আর পঞ্চম ধাপের ভোটগ্রহণ হতে পারে পবিত্র রমজানের পর।

যেসব উপজেলায় ছুটি থাকবে


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com