logo
আপডেট : ২৩ জুলাই, ২০১৮ ১৮:১৫
ইমরান এইচ সরকারকে বিদেশ যাওয়ায় বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

ইমরান এইচ সরকারকে বিদেশ যাওয়ায় বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে কোনো প্রকার হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে বিদেশ যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। আদালতে ইমরান এইচ সরকারের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

তার আগে গণজাগরণের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। সেদিন সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে প্লেনে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com