logo
আপডেট : ২৩ জুলাই, ২০১৮ ১৮:৪০
দেশের হজ ব্যবস্থাকে আরও নিয়মের মধ্যে নিয়ে আসার দরকার : এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক

দেশের হজ ব্যবস্থাকে আরও নিয়মের মধ্যে নিয়ে আসার দরকার : এফবিসিসিআই

দেশের হজ্ব ব্যবস্থাপনাকে আরও নিয়মের মধ্যে নিয়ে আসা দরকার। দেশের হজ্ব গমনেচ্ছুদের সুবিধার্থে তৃতীয় কোনো কোম্পানির হজ্ব ফ্লাইট চালু এবং হজ্ব পালনকারীদের বিমানযাত্রার ব্যয় কমিয়ে আনাতে বিশেষ পরিকল্পনা নিতে হবে। সোমবার এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব রিলিজিয়াস এ্যাফেয়ার্স-এর সভায় এসব কথা বলেন বক্তারা।

দেশের আকর্ষণীয় নানা মসজিদসহ অন্যান্য ধর্মের উপাসনালয় এবং তীর্থকেন্দ্রগুলো ধর্মীয় পর্যটনের অন্যতম গন্তব্য হতে পারে বলেও মত প্রকাশ করেন বক্তারা। বিভিন্ন স্থানে মডেল মসজিদ নির্মাণ এবং মন্দির নির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি তীর্থকেন্দ্রগুলোর উন্নয়নেও জোর প্রচেষ্টা চালাতে হবে। এছাড়াও বিশ্বজুড়ে প্রায় ৫ বিলিয়ন ডলারের হালাল খাদ্য বাজারের চাহিদা পুরণের সুযোগ বাংলাদেশ গ্রহণ করতে পারে বলে মত তাদের।

কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সভায় সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ মাসুদুর রহমান মিলন, ধর্ম মন্ত্রণালয়ের সহকারি সচিব জিয়াউদ্দিন ভ্ঞূাঁ, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, আবু মোতালেব, মো: নিজাম উদ্দিন ও হাফেজ হারুণ অর রশিদসহ আঞ্জুমান মুফিদুল ইসলাম এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com