logo
আপডেট : ৯ মে, ২০১৯ ১২:২৩
হাসপাতালে ভর্তি শিমুল বিশ্বাস
প্রথম বাংলাদেশ ডেস্ক

হাসপাতালে ভর্তি শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে একটি সূত্র জানিয়েছে।

সূত্র মতে, জামিনে মুক্তি পাওয়ার পর গত মঙ্গলবার তিনি বিএনপির উদ্যোগে আলেম-ওলামা, মাশায়েখ ও এতিমদের ইফতারে অংশ নেন। বুধবার দিনভর তিনি কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার চেকআপ করান।

এরপর পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। চিকিৎসকদের নির্দেশে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রফেসর মাহমুদুর রহমানের তত্ত্বাবধানে আছেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শিমুল বিশ্বাসের ডায়াবেটিস এবং বুকে ব্যথা রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com