logo
আপডেট : ১১ মে, ২০১৯ ১৩:৪১
চাকরিতে নিয়োগসহ মেডিকেল টেকনোলজিস্টদের পাঁচ দাবি
প্রথম বাংলাদেশ ডেস্ক

চাকরিতে নিয়োগসহ মেডিকেল টেকনোলজিস্টদের পাঁচ দাবি

সরকারি চাকরিতে নিয়োগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মেডিকেল টেকনোলজিস্টদের দাবিগুলোর মধ্যে রয়েছে, মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান নতুন পদ সৃষ্টি করা সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের আলোকে আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করা। স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ সংশোধন ও মেডিকেল টেকনোলজিস্টদের উন্নতিকরণ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা। মেডিকেল টেকনোলজিস্ট দশম গ্রেডে উন্নতি করা ও কোর্স চার বছর বহাল রাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সিরাজুল ইসলাম, শেখ সাদী, রিপন সরকার পল্লব, শাকিল উদ্দিন, আব্দুল জলিল ওবায়দুর রহমান সিদ্দিক প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com