logo
আপডেট : ১৮ মে, ২০১৯ ১৩:১০
ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
প্রথম বাংলাদেশ ডেস্ক

ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের উত্তরাখণ্ড।

শুক্রবার রাত ১২টা ৩৫মিনিটে কেঁপে ওঠে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্প গবেষক সংস্থা আইএমডির দেয়া তথ্য অনুসারে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৯।

অপরদিকে শনিবার ভোর রাতে উত্তরাখণ্ডের চামোলিতেও ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৯।

দুই জায়গাতেই কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ভূকম্পনের মাত্রা কম থাকলেও দুই জায়গাতেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com