logo
আপডেট : ৩ জুন, ২০১৯ ১২:০৪
বাংলাদেশ জাতীয় ক্রিকট দলকে ন্যাপের অভিনন্দন
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকট দলকে ন্যাপের অভিনন্দন

ফাইল ছবি

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে শুভসূচনা করায় টাইগারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে এ শুভেচ্ছা জানান তারা।

নেতৃদ্বয় বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে বিশ্বকাপের শুরু করাটা বেশ কঠিনই ছিল সাকিব-মাশরাফিদের জন্য। সে কঠিন কাজটি নিজেদের মতো করে টাইগাররা বাংলাদেশসহ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে নতুন স্বপ্নের সূচনা করেছে।

তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেটবিশ্বে সুনাম বৃদ্ধি করছে তাতে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও গর্বিত।

তারা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বিশ্বকাপ ক্রিকেটে টাইগাররা যে কৃতিত্ব দেখিয়েছে তা ক্রিকেটপ্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে। ফলে দেশবাসী আশাবাদী- যে এই ধারা অব্যাহত রাখলে এই বিশ্বকাপেই বাংলাদেশ দল সারাবিশ্বে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এবং স্বপ্নের বিশ্বকাপ উপহার দিতে সক্ষম হবে।

নেতৃদ্বয় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com