logo
আপডেট : ১৮ জুন, ২০১৯ ১২:০৮
টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ফখরুল
প্রথম বাংলাদেশ ডেস্ক

টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ফখরুল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, অসাধারণ ক্রিকেট নৈপুণ্যে বাংলাদেশ দলের বিজয়ে জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার যুক্তরাজ্যের টনটনে অনুষ্ঠিত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টাইগাররা। এ নিয়ে এ বিশ্বকাপে দুই জয় পেল বাংলাদেশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com