logo
আপডেট : ১৮ জুন, ২০১৯ ১৫:৫৪
নতুন ফিচার নিয়ে এলো টিকটক
তথ্যপ্রযুক্তি ডেস্ক

নতুন ফিচার নিয়ে এলো টিকটক

নিজের অ্যাকাউন্টের নিরাপত্তায় ‘ডিভাইস কন্ট্রোল' ফিচার নিয়ে এলো টিকটক।

নতুন ফিচারে ব্যবহারকারী সেশন শেষ হলে অ্যাকাউন্ট লগ-আউট করতে পারবেন। ফলে আরও সুরক্ষিত ভাবে ব্যবহার করা যাবে টিকটক। এর ফলে খুব সহজেই টিকটক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।

টিকটক জানিয়েছে, ভারতে প্রায় ২০ কোটি মানুষ টিকটক ব্যবহার করে। টিকটক ব্যবহারকারীদের সুরক্ষিত ভাবে এই অ্যাপ ব্যবহারের পরামর্শ দেয়। নিজের সৃজনশীলতা পুরো বিশ্বের সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যেই অ্যাপ এর মধ্যে একাধিক শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেছে টিকটক।

ইতিমধ্যে টিকটকে যোগ হয়েছে বয়সের বাঁধন, রেস্ট্রিকটেড মোড। স্ক্রিন টাইম ম্যানেজমেন্টকমেন্ট ফিল্টার এর মতো একাধিক সুরক্ষা ফিচার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com