logo
আপডেট : ২০ জুন, ২০১৯ ১৫:২০
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 
 
বাঁচা-মরার ম্যাচ না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকতে হলে এ ম্যাচ জেতা চাই বাংলাদেশের। এ ছাড়াও ১৪ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে না জেতার আক্ষেপও কমানোর সুযোগ রয়েছে টাইগার ক্রিকেটারদের সামনে।
এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।
 
 
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
 
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com