logo
আপডেট : ২৪ জুলাই, ২০১৮ ১৩:০২
হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে আটক ২৭
নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে আটক ২৭

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক বহন করার অভিযোগে ২৭ জনকে আটক ও ১২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত রমনা বিভাগের হাজারীবাগ থানাধীন রায়েরবাজার, মধুবাজার, পাঠশালাগলি, শংকর, পশ্চিম ধানমন্ডি এবং ছাতামসজিদ গলি ও তার আশপাশ এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালানো হয়।

অভিযানে ডিএমপির রমনা বিভাগ এবং গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীতে পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com