logo
আপডেট : ৩ জুলাই, ২০১৯ ১৪:২০
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা উত্তর বিএনপির বিক্ষোভ
প্রথম বাংলাদেশ ডেস্ক

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা উত্তর বিএনপির বিক্ষোভ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর নয়াপল্টন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান মিছিলে নেতৃত্ব দেন।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ, সহ- সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, ঢাকা উত্তর মহানগর বিএনপির সহ- সভাপতি বেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শামসুল হক, দফতর সম্পাদক এ বি রাজ্জাকসহ নগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাসের দাম কমানোর দাবি জানান তারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com