logo
আপডেট : ৫ জুলাই, ২০১৯ ১৯:২৩
১৪ ফ্লাইটে পাঁচ সহস্রাধিক হজযাত্রী যাবে আজ
প্রথম বাংলাদেশ ডেস্ক

১৪ ফ্লাইটে পাঁচ সহস্রাধিক হজযাত্রী যাবে আজ

আজ শুক্রবার আশকোনার হজ ক্যাম্পে ছিল গতকালের চেয়ে বেশি ভিড়। বৃহস্পতিবার (৪ জুলাই) উদ্বোধনী দিনে হজযাত্রীদের নিয়ে গেছে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট। আর আজ যাবে মোট ১৪টি ফ্লাইট। সে কারণে ভিড় বেশি।

হজ অফিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিমান ও সৌদি এয়ারলাইন্সের ৭টি করে সব মিলে মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো সবমিলে ৫ হাজার ৫৮ জন হজযাত্রী নিয়ে যাবে। এর মধ্যে বিমানের বিজি-৩০০৩ রাত ১টা ৩৭ মিনিটে নিয়ে গেছে ৪১৩ জন, বিজি-৩১০৩ ভোর ৬টা ২৮ মিনিটে ৪১৩ জন, বিজি-৩২০৩ সকাল সোয়া ১০টায় ৪১৯ জন, দুপুর সোয়া ২টায় বিজি-৩৩০৩ ফ্লাইটে ৪১৯ জন, সন্ধ্যা সাড়ে ৬টায় বিজি-০১৩৫ ফ্লাইটে ১০০ জন। এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টায় বিজি-৩০০৫ ফ্লাইটে ৪১৯ জন, রাত ১১টা ৫০ মিনিটে বিজি-৩১০৫ ফ্লাইট ৪১৯ জন হজযাত্রী নিয়ে আকাশে উড়বে ফ্লাইট। আজ বিমানের সাতটি ফ্লাইটে মোট ২ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি যাবেন। অপরদিকে সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে যাবেন ২ হাজার ৪৫০ জন হজযাত্রী।

এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com