logo
আপডেট : ১০ জুলাই, ২০১৯ ১৭:৩৯
মাওয়া ও পাটুরিয়ায় নির্মিত হবে অয়েল ট্যাংকার
প্রথম বাংলাদেশ ডেস্ক

মাওয়া ও পাটুরিয়ায় নির্মিত হবে অয়েল ট্যাংকার

মাওয়া ও পাটুরিয়া অঞ্চলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নিজস্ব ফেরি ও নৌযানে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে দুটি শ্যালো ড্রাফট অয়েল ট্যাংকার নির্মাণ করা হবে। প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা হবে চার লাখ লিটার।

বিআইডব্লিউটিসির নিজস্ব অর্থায়নে ট্যাংকার দুটি নির্মিত হবে। ২০২১ সালের জুনের মধ্যে ট্যাংকার দুটির কাজ শেখ হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার এ সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, প্রধান প্রকৌশলী মোতাহার হোসেনসহ মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, অয়েল ট্যাংকার দুটি নির্মিত হলে মাওয়া ও পাটুরিয়া অঞ্চলে বিআইডব্লিউটিসির নিরবচ্ছিন্ন ফেরি ও যাত্রী সেবা প্রদানের ক্ষমতা বৃদ্ধি পাবে। জলযানে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com