logo
আপডেট : ২৪ জুলাই, ২০১৮ ১৪:১৬
নকিয়ার ১০ জিবি র‌্যামের ‘মনস্টার’ ফোন
অনলাইন ডেস্ক

নকিয়ার ১০ জিবি র‌্যামের ‘মনস্টার’ ফোন

এই প্রথম ১০ জিবি র‌্যামের মনস্টার ফোন আসছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। মডেল নকিয়া মেজ ম্যাক্স ২০১৮। ফোনটিতে শক্তিশালী র‌্যামের পাশাপাশি ২৯ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও অন্য সব কনফিগারেশনও দূর্দান্ত। 

 

নকিয়ার নতুন এই ফ্লাগশিপ ফোনে থাকছে ৬.৩ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। এতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। ফোনটিতে দ্রুত গতির কার্যসম্পাদনের জন্য আছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। 

১০ জিবি র‌্যামের এই ফোনটিতে দুইটি রম ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে ১০ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ১০ জিবি রম এবং ৫১২ জিবি রম। উভয় ভার্সনের মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। 

অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। 

নিরাপত্তার জন্য এতে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 

ছবির জন্য আছে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ারে আছে ২৯ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা।

ফোনটি বাজারে আসলে এর দাম হবে ৬৯৯ ডলার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com