‘গাছ লাগান পরিবেশ বাঁচান ’ এই শ্লোগানকে সামনে রেখে আজ রাজধানীর বনানীতে সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। এক উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রজাতির ফুল-ফলের গাছ রোপন করা হয়। বিশুদ্ধ অক্সিজেনের যোগান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনও বিকল্প নেই উল্লেখ করে, সংগঠনটির সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জায়েম খান বলেন,‘গাছ আমাদের পরম বন্ধু, কিন্তু আমাদের অজ্ঞতার কারণেই আমরা নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সে তুলনায় নতুন করে বৃক্ষ রোপন করা হচ্ছে না। তাই আমরা সচেতনতা বৃদ্ধির জন্য এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে সুজলা-সুফলা-শষ্য-শ্যামলারূপে গড়ে তুলতে এই বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি। এছাড়া পাখির আবাসস্থান রক্ষাসহ পাখিদের আশ্রয়স্থল বৃদ্ধি করার পাশাপাশি, নগরীর শোভা বর্ধন করাও আমাদের এ কর্মসূচীর উদ্দেশ্য। আমরা সংগঠনের সকলকে নিয়ে এই উদ্যোগ অব্যাহত রাখতে চাই।