logo
আপডেট : ৩ আগস্ট, ২০১৯ ১২:৩৫
ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বদলি
প্রথম বাংলাদেশ ডেস্ক

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সম্প্রতি এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোছা. ফরিদা ইয়াসমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে, ডিএমপির ডিসি আ স ম মাহাতাব উদ্দিনকে প্রটেকশন বিভাগে এবং প্রটেকশন বিভাগের ডিসি হামিদা পারভীনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির এডিসি মো. মাসুদুর রহমান মনিরকে প্রটেকশন বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com