logo
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯ ২০:০৩
ডাম্পিং প্লেসে পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
প্রথম বাংলাদেশ ডেস্ক

ডাম্পিং প্লেসে পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

এডিস মশার লার্ভা নিধনে ডাম্পিং প্লেসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার দুপুর ১টায় ডিসি ট্রাফিক পশ্চিম মো. জসীম উদ্দীন মোল্লার উদ্যোগে এই বিভাগের ডাম্পিং প্লেসগুলোতে এডিস মশা নিধনকল্পে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ডাম্পিং প্লেসগুলোর সব ঝোঁপ-ঝাড় পরিষ্কার করে সেসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। এছাড়া এ এলাকায় রাখা যানবাহনগুলোর ভেতরে কেরোসিন স্প্রে করা হয়।

এই কার্যক্রমে ট্রাফিক পশ্চিম বিভাগের সব এডিসি ও এসিসহ প্রায় ৩০ জন অফিসার অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com