logo
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৬
ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল আর ডি মাথুর এখন ঢাকায়
প্রথম বাংলাদেশ ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল আর ডি মাথুর এখন ঢাকায়

ঢাকা এসেছেন ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ এয়ার মার্শাল আর ডি মাথুর। পাঁচ দিনের সফরে রোববার (১ সেপ্টেম্বর) তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। 
এয়ার মার্শালের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী শিপ্রা মাথুর এবং একজন প্রতিনিধি রয়েছেন। 

সফরকালে এয়ার মার্শাল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এয়ার মার্শাল বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমানঘাঁটি পরিদর্শন করবেন। 

বাংলাদেশে ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফের এই সফর ভারতের নিকটতম প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে জোরদার করতে সহায়তা করবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে বলে জানিয়েছে দূতাবাস।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com