logo
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৯
রংপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন চান পাঁচজন
প্রথম বাংলাদেশ ডেস্ক

রংপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন চান পাঁচজন

রংপুর -৩ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন চেয়েছেন পাঁচজন। এর মধ্যে চারজন বিএনপির এবং একজন বিএনপির শরিক পিপলস পার্টি অব বাংলাদেশ’র। মনোনয়ন প্রত্যাশী পাঁচজন শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।

আমিনুল বলেন, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেতে পাঁচজন আজ মনোনয়পত্র জমা দিয়েছেন। এর মধ্যে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু এবং রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ স্বশরীরে তাদের মনোনয়নপত্র জমা দেন।

রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলা এবং সদ্য প্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রীর পক্ষে তাদের প্রতিনিধি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া বিএনপির শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি রিটা রহমানের মনোনয়নপত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম জমা দিয়েছেন।

শনিবার দলের মনোনয়ন বোর্ডে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। এ আসনের উপ-নির্বাচনে আগমী ৫ অক্টোবর ভোট গ্রহণ হবে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com