logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০৮
চট্টগ্রামে জামায়াতের ১২ নেতাকর্মী রিমান্ডে
প্রথম বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামে জামায়াতের ১২ নেতাকর্মী রিমান্ডে

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৮ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ।

তিনি জানান, একটি বৈঠক থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষ আদালত সবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত ২৯ আগস্ট রাতে পাঁচলাইশ থানাধীন সুবর্ণা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে চট্টগ্রাম নগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com