logo
আপডেট : ২ এপ্রিল, ২০১৮ ১৭:৩৯
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডি দুদকের প্রশ্নের সম্মুখীন
প্রথম বাংলাদেশ ডেস্ক

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডি দুদকের প্রশ্নের সম্মুখীন

অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের (আরব-বাংলাদেশ ব্যাংক) সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশ্নের মুখোমুখী হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
 
এর আগে সকাল সোয়া ৯টার দিকে দুদক কার্যালয়ে আসেন এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক।
 
আর  সকাল সাড়ে ১০টার পর ফজলার রহমানকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
 
এদিকে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও হেড অব ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে ৩১ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুদক। একই ঘটনায় ২ জানুয়ারি ব্যাংকটির যে পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন- হেড অব কর্পোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো আরিফ নেয়াজ, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মাহদেব সরকার সুমন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিম।
 
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবি ব্যাংকের কর্মকর্তাদের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছেন। অনুসন্ধানে তাকে সহায়তা করছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। আর্থিক বিষয়ে তথ্য চেয়ে সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দেয় দুদক।
 
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে দেশ থেকে প্রায় ৩০০ কোটি টাকা পাচার করেছেন।


 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com