রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কমছে। তবে সংখ্যায় কম হলেও রাজধানী ঢাকার চেয়ে বাইরের হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় তিনগুণ।
গত ২৪ ঘণ্টায় (২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের হাসপাতালে মোট ৪৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ১৩১ জন ও ঢাকার বাইরে ৩৩৮ জন রয়েছেন।
এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।
জানা গেছে, এর আগের ২৪ ঘণ্টায় ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশেরর হাসপাতালে মোট ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ১৪৩ জন ও ঢাকার বাইরে ৩১৮ জন রয়েছেন।
গত ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৮৬ জন ও ঢাকার বাইরে ৩৯ হাজার ২ জন। ভর্তি মোট রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৩ হাজার ৬০৫ জন।
বর্তমানে ঢাকার হাসপাতালে ৭৭৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ জনসহ মোট ১ হাজার ৯২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ডেঙ্গু সন্দেহে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ২০৩ টি মৃত্যুর তথ্য প্রদান করা হয়। এর মধ্যে ১১৬টি মৃত্যু পর্যালোচনা শেষে ৬৮টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করে আইইডিসিআর।