logo
আপডেট : ৯ অক্টোবর, ২০১৯ ২০:০৯
অরেঞ্জ টুইস্টার তৈরি করবেন যেভাবে
জীবনধারা ডেস্ক

অরেঞ্জ টুইস্টার তৈরি করবেন যেভাবে

তৃষ্ণা মেটাতে বাইরের বিভিন্ন পানীয়র থেকে বরং ভরসা রাখুন ঘরে তৈরি পানীয়র প্রতি। কারণ তাতে সুস্বাস্থ্য বজায় থাকে। দুই-তিন রকম ফল দিয়ে তৈরি করতে পারেন চমৎকার স্বাদের মকটেল। চলুন জেনে নেয়া যাক সুস্বাদু অরেঞ্জ টুইস্টার তৈরির রেসিপি-

উপকরণ:
একটি মাঝারি নাশপাতি
দুটি কমলা (খোসা এবং বীজ বাদে)
এক চা চামচ চিনি
এককাপ পানি
আইস কিউব।

Orange-1

প্রণালি: সব উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ডারে মিক্স করে নিন। তারপর ভালো করে ছেঁকে নিয়ে একটি লম্বা গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com