বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন নিষ্ঠুরতা বাসা বেধেছে, মানবতা হচ্ছে ভ‚লুন্ঠিত, বন্ধুত্বের বন্ধন যেখানে স্বার্থের বেড়াজালে আটকে পড়েছে, ঠিক তখনই ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ-যুবকের বন্ধুর জীবন বাঁচাতে নেওয়া পদক্ষেপ, অন্ধকার টানেলের শেষ প্রান্তে একফালি আলোর ঝলকসম আশা জাগানিয়া দৃষ্টান্ত হয়ে ধরা দিয়েছে। সরকারী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ২০১৮ সনের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মোঃ শাহীন মিয়ার দু’টি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। তার দরিদ্র পিতামাতার পক্ষে কিডনি প্রতিস্থাপনের কিংবা, প্রতি সপ্তাহের ডায়ালাইসিস খরচের ব্যয়ভার বহন করা যখন দুঃসাধ্য হয়ে দেখা দিয়েছে, তখন তার একান্ত আপনজন হয়ে সহপাঠী বন্ধুরাই পাশে দাঁড়িয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে। “রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশন” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সামিয়ানার নীচে সমবেত হয়ে পরিচিতজন, শুভাকাঙ্খীসহ সমাজের সর্বস্তরের মানুষের নিকট ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী’র মতো মহতী উদ্যোগের মধ্য দিয়ে, মোঃ শাহীন মিয়াকে সাহায্য করার জন্য ডোনার খুঁজে বের করার প্রয়াস সত্যিই প্রশংসার দাবীদার। চলতি বছরের মার্চ মাস থেকে অদ্যাবদি ৩য় বারের মতো ফাউন্ডেশনের সভাপতি আরিফুল হাসান মিলনের সভাপতিত্বে এ কর্মসূচীর আয়োজন করা হয় রূপগঞ্জের বড়ালু সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৫শত জন শিশু ও নারী-পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানায়, বন্ধুর জন্য বন্ধুদের এভাবে এগিয়ে আসা সত্যিই মানবিকতার এক অন্যন্য দৃষ্টান্ত। রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের সদস্যরা প্রমান করে দিয়েছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিটি সদস্যই সমাজের হৃদয়বান, বিত্তশালীদের নিকট মোঃ শাহীনের সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। সেসময় তারা আরোও উল্লেখ করেন, সামাজিক ও মানবিক যেকোন ভালো কাজের জন্য তারা অগ্রসেনার ভূমিকা পালন করে, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার প্রয়াসেই পথ চলছেন প্রতিনিয়ত। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস ফরহাদ, সাংগঠনিক সম্পাদক জোবায়ের, সহ-সভাপতি সাংবাদিক শাকিল আহম্মেদ, মাহবুবুর রহমান, আশিক, সেলিম, নাঈম, শাকিল মিয়া সহ-প্রচার সম্পাদক আল বাক্কি (আবির), মহিলা সম্পাদিকা উম্মে সালমা লিজা তানিয়া, স্থানীয় মেম্বার মোঃ আব্দুল হাই মিয়া, উসমান গণি, গোলাম মোস্তফা, মিলন মাষ্টার, আব্দুল আহাদ মাষ্টার, প্রকৌশলী আতিকুর রহমান, হাজী মাঈন উদ্দিন, কামরুল হাসান, আলোড়ন নিউজ এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আশীষ মৌলিক, এটিএম বাংলা’র চেয়ারম্যান মিতু মেহেযাবিন, দৈনিক প্রথম ভোর এর রিপোর্টার (ক্রাইম) হাফিজুর রহমান, এস আই নাজিম উদ্দিন, এ এস আই জহিরুল ইসলাম, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহেদ, সাংবাদিক জাহঙ্গীর হোসেন, খোরশেদ আলম জীবন, নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন এর সভাপতি রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক ইমরান, আল-আমিন, মুন্না, অর্নব, নাজমুল প্রমুখ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার “আলোড়ন নিউজ” ও কারিগরি সহযোগিতা প্রদান করে ‘নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ।